Site icon Jamuna Television

খোলা থাকছে রাজধানীর পশুর হাট সংলগ্ন ব্যাংকগুলো

রাজধানীর পশুর হাট সংলগ্ন ব্যাংকের শাখাগুলো আজ বিশেষ ব্যবস্থায় খোলা রাখা হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই সেবা দেয়া হবে রাত ৮টা পর্যন্ত। শনিবারও এসব শাখা খোলা থাকবে।

এছাড়া তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য শিল্প এলাকায়ও ব্যাংক খোলা রয়েছে। এসব শাখায় সেবা কার্যক্রম শুরু হয়েছে ১০ টায়, খোলা থাকবে বিকেল চারটা পর্যন্ত। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুসারে, আগামীকালও সীমিত পরিসরে এসব শাখা খোলা থাকবে।

ঢাকা মহানগরের পাশাপাশি আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বেশকিছু শাখা থেকে সেবা মিলছে। পাশাপাশি চালু আছে বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারিং ব্যবস্থাও।

/এডব্লিউ

Exit mobile version