Site icon Jamuna Television

মহাসড়কের পাশে থাকা পশুর হাটের পরিসর বাড়ানো যাবে না: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের। ফাইল ছবি।

যানজট এড়াতে মহাসড়কের পাশে যে সকল কোরবানি পশুর হাট রয়েছে, সেগুলো পরিসর যাতে কোনোভাবেই বেড়ে না যায় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়ছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (৮ জুলাই) সকালে তিনি এ আহ্বান জানান। বলেন, জরুরি ও রফতানি পণ্য ছাড়া ট্রাক-কাভার্ড ভ্যান নিদৃষ্ট সময়ের জন্য চালনা বন্ধ রাখতে হবে। জীবনের সুরক্ষাকে অগ্রাধিকার রেখে মহাড়কের নিয়ম মেনে যাতায়াত করার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সকলকে মাস্ক পরিধানসহ সতর্কতা অবলম্বন করার কথাও জানান ওবায়দুল কাদের।

/এমএন

Exit mobile version