Site icon Jamuna Television

পুরানো বিদ্বেষ থেকে খুন হয়েছেন শিনজো আবে, পুলিশের ধারণা

ছবি: সংগৃহীত

গুলিবিদ্ধ হয়ে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে মারা গেছেন। শুক্রবার (৮ জুলাই) বক্তব্য দেয়ার সময় গুলিবিদ্ধ হন তিনি। পেছন থেকে তাকে গুলি করা হয়। এ ঘটনায় তাৎসুইয়া ইয়ামাগামি নামে এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।জাপান পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলাকারীর নাম তাৎসুইয়া ইয়ামাগামি। তার বয়স ৪১ বছর।

পুলিশের প্রাথমিক ধারণা, শিনজো আবের বিরুদ্ধে আততায়ীর পুরাতন কোনো ক্ষোভ ছিল। আর সেটি থেকেই সে আবেকে হত্যা করেছে।

টাইমস নাও’র প্রতিবেদনে বলা হয়, হামলাকারী নৌবাহিনীর সাবেক সদস্য। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আবেকে হত্যার কারণ সম্পর্কে কিছু জানায়নি পুলিশ। তবে বন্দুকধারী ইয়ামাগামি ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা না করায় ধারণা করা হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তার কোনো বিদ্বেষ থাকতে পারে।

জাপানের সবচেয়ে দীর্ঘ মেয়াদী প্রধানমন্ত্রী ছিলেন শিনজো আবে। তিনি ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

/এনএএস

Exit mobile version