Site icon Jamuna Television

বীর মুক্তিযোদ্ধা আবু মুসা চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নৌ কমান্ডো বীর মুক্তিযোদ্ধা আবু মুসা চৌধুরী।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দুঃসাহসিক নৌ অভিযান পরিচালনাকারী বীর মুক্তিযোদ্ধা আবু মুসা চৌধুরী’র মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৮ জুলাই) প্রকাশিত এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধে আবু মুসা চৌধুরীর অবদান জাতি চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, মহান মুক্তিযুদ্ধে নৌ কমান্ডো মুসা অপারেশন জ্যাকপট, অপারেশন আউটার অ্যাঙ্কর, অপারেশন অ্যাভলুজসহ ছয়টি সফল নৌ অভিযানে অংশ নেন। সে সময় দশম শ্রেণির ছাত্র ছিলেন এ বীর মুক্তিযোদ্ধা।

/এসএইচ

Exit mobile version