Site icon Jamuna Television

দুই মামলায় খালেদা জিয়ার জামিন, অন্যটিতে আবেদন খারিজ

কুমিল্লায় নাশকতা ও হত্যার দুটি মামলায় জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। উভয় মামলায় তাঁকে ৬ মাস করে জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ সোমবার সকালে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

তবে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে নড়াইলের মানহানির মামলায় জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

তিন মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, একটি মামলায় খালেদা জিয়াকে এখনো শ্যোন এরেস্টই দেখানো হয়নি সেখানে তার জামিন অযৌক্তিক। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

এর আগে গত রোববার কুমিল্লার একটি হত্যা ও নাশকতার মামলা এবং নড়াইলের একটি মানহানির মামলায় জামিন আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। এদিকে কুমিল্লায় নাশকতার অন্য মামলায় আজ সকালে জামিন আবেদন করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

Exit mobile version