Site icon Jamuna Television

ক্ষমতা ছাড়ার আগে বিয়ের পার্টি দিতে চান বরিস

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ক্ষমতা ছাড়ার আগে সরকারি বাসভবনে তার বিয়ের জমকালো পার্টি দিতে চান। বরিস বর্তমানে সরকার ও দলে নজিরবিহীন চাপে আছেন। চাপের মুখে বৃহস্পতিবার (৭ জুলাই) দলীয় প্রধানের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। তবে কনজারভেটিভ পার্টির নতুন নেতা নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব চালিয়ে যাওয়ার কথা বলেছেন।

ইয়াহু নিউজের এক প্রতিবেদনে বলা হয়, এর মধ্যেই ক্যারি সিমন্ডসের সাথে বিয়ে উদ্যাপনে জমকালো পার্টি আয়োজনের পরিকল্পনা করছেন বরিস। চলতি মাসের শেষ দিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন চেকারসে এ পার্টি করা হতে পারে।

কনজারভেটিভ পার্টির দুটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, দলের নতুন নেতা নির্বাচনের আগপর্যন্ত বরিস ক্ষমতায় থাকছেন। ক্ষমতায় থাকাকালেই বিয়ের জমকালো পার্টি আয়োজন করতে চান তিনি।

/এনএএস

Exit mobile version