Site icon Jamuna Television

মেয়ে স্কুল পোশাক পায়নি, বিহারে তলোয়ার হাতে স্কুলে ঢুকে হুলুস্থুল বাবার

প্রতীকী ছবি

মেয়ে স্কুল পোশাক পাননি। এ ঘটনায় ক্ষুদ্ধ বাবা তলোয়ার নিয়ে ঢুকে পড়েন স্কুলে। সেখানে গিয়ে তৈরি করেন হুলুস্থুল। যেই ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যের আরারিয়া জেলায়। অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

জানা যায়, আরারিয়ার জোকিহাট ব্লকের একটি স্কুলে ক্লাস চলার সময় তলোয়ার হাতে আকবর নামের ওই ব্যক্তি স্কুলে ঢুকেন। এ সময় তিনি অভিযোগ করেন, স্কুলের সব ছাত্রছাত্রী পোশাকের জন্য টাকা পেলেও তার মেয়ে পায়নি। এ সময় তিনি শিক্ষকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। হুমকি দেন টাকা না পেলে আবার আসবেন।

আরও পড়ুন: নিজের বানানো অস্ত্র দিয়ে আবেকে হত্যা করে ইয়ামাগামি

চাঞ্চল্যকর এ ঘটনায় তোলপাড় পড়ে যায় স্কুলটিতে। তবে ওই মেয়ে কেন পোশাকের টাকা পায়নি সেটি নিয়ে স্কুল কর্তৃপক্ষ কিছু জানায়নি। তলোয়ার হাতে প্রবেশ করা আকবরের বিরুদ্ধে থানায় এফআইআর করেছেন স্কুলটির প্রধান শিক্ষক জাহাঙ্গির।

জেডআই/

Exit mobile version