Site icon Jamuna Television

আমিরের ‘লাল সিং চাড্ডা’ নিয়ে নতুন বিতর্ক

লাল সিং চাড্ডা চরিত্রে আমির খান ও পাঞ্জাবি অভিনেত্রী সরপুণ মেহতা।

আবার নতুন বিতর্কের জন্ম দিয়েছে আমির খানের আসন্ন আলোচিত সিনেমা লাল সিং চাড্ডা। ছবিতে পাঞ্জাবিতে কথা বলার সময় উচ্চারণ ভুল হওয়ায় আবারও বিতর্কের মুখে পড়লেন মি. পারফেকশনিস্ট আমির খান।

সম্প্রতি পাঞ্জাবের দুই অভিনেত্রী সরপুণ মেহতা এবং গুরনাম ভুল্লার আমিরের লাল সিং চাড্ডার সমালোচনা করে বলেছেন, আমির যেভাবে পাঞ্জাবি বলেছেন তা মোটেই ঠিক নয়, খুবই কৃত্রিম শোনাচ্ছে।

প্রসঙ্গত, লাল সিং চাড্ডার জন্য বেশ ঘাম ঝরাতে হয়েছে আমিরকে। পাঞ্জাবি ভাষায় সাবলীল কথা বলা থেকে শুরু করে, ২০ কেজি ওজন কমানো ইত্যাদি সবই আমিরকে করতে হয়েছে লাল সিং চাড্ডাকে ফুটিয়ে তুলতে। তবে ছবিটি মুক্তির আগেই ছবিটিকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিভিন্ন বিতর্ক। প্রথমেই এ ছবির ট্রেলার মুক্তির পর ছবিতে আমিরের লুক এবং ট্রেনের মধ্যে ফুচকা খাওয়া নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। লাল সিং চাড্ডা মুক্তি পাচ্ছে আগামী ১১ আগস্ট।

/এসএইচ

Exit mobile version