Site icon Jamuna Television

পৌনে ৪ ঘণ্টা পর গন্তব্যের উদ্দেশে পঞ্চগড় এক্সপ্রেস

যাত্রীবোঝাই পঞ্চগড় এক্সপ্রেস।

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইলঃ

অতিরিক্ত যাত্রীর কারণে পাঁচটি বগি ক্ষতিগ্রস্থ হওয়ায় আটকে থাকা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পৌনে চার ঘণ্টা পর গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছে। বঙ্গবন্ধু সেতু (পূর্ব) রেল স্টেশনের বুকিং মাস্টার রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোর ছয়টার দিকে বঙ্গবন্ধু সেতু (পূর্ব) রেল স্টেশনে অতিরিক্ত যাত্রীর কারণে ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটির ৫টি বগির চাকার উপরে থাকা স্প্রিং নষ্ট হয়ে যাওয়ার কারণে অতিরিক্ত যাত্রী নিয়ে ঝুঁকি নেননি ট্রেন চালক। তাই সেগুলো মেরামত করানো হয় এবং মেরামত কাজ শেষ হলে সকাল ১০টা ১৫ মিনিটে ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যায়।

তিনি আরও বলেন, স্টেশনে আরও লাইন থাকায় অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। কিন্তু যে ট্রেন থেমে ছিলো সেই ট্রেনের যাত্রীরা রোদ-গরমে অনেকটাই ভোগান্তিতে পড়েছিলেন।

/এসএইচ 

Exit mobile version