Site icon Jamuna Television

জর্জ ফ্লয়েড হত্যা: পুলিশ কর্মকর্তা শোভিনের আরও ২১ বছরের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডের ‘নাগরিক অধিকার’ ভঙ্গের দায়ে সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক শোভিনকে আরও ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। খবর সিবিএস নিউজের।

বৃহস্পতিবার (৭ জুলাই) ঘোষণা হয় এ রায়। অভিযুক্ত পুলিশ কর্মকর্তার আচরণের কঠোর সমালোচনা করেন ইউএস ডিস্ট্রিক্ট জাজ পল ম্যাগনাসন। তিনি বলেন, জর্জ ফ্লয়েডের মৃত্যুর কারণে শোভিন নিজের এবং আরও তিন পুলিশ কর্মকর্তার জীবন ধ্বংস করেছেন। পল ম্যাগনাসন বলেন, আমি সত্যিই জানি না তুমি যে কাজটি করেছো তা কেন করেছো! মারা যাওয়া পর্যন্ত একজনের ঘাড়ে হাঁটু দিয়ে চাপ প্রয়োগ করার কোনো ব্যাখ্যাই থাকতে পারে না।

জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডে অভিযুক্ত চার পুলিশ কর্মকর্তা। ছবি: সংগৃহীত

এর আগে, জর্জ ফ্লয়েডকে হত্যার দায়ে ২২ বছরের সাজা হয় শোভিনের। এই দুই সাজা একসাথে ভোগ করবেন এই পুলিশ কর্মকর্তা। তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। ২০২০ সালে গ্রেফতারের সময় হাঁটু দিয়ে জর্জ ফ্লয়েডের গলা চেপে হত্যা করেন শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক শোভিন। বর্বরোচিত এ হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্ব ফুঁসে ওঠে বর্ণবাদবিরোধী ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে।

আরও পড়ুন: নিজের বানানো অস্ত্র দিয়ে আবেকে হত্যা করে ইয়ামাগামি

/এম ই

Exit mobile version