Site icon Jamuna Television

কাশ্মিরের অমরনাথ তীর্থকেন্দ্রে প্রবল বৃষ্টিতে নিহত অন্তত ১৫, বহু নিখোঁজ

এনডিটিভি থেকে নেয়া ছবি।

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের অমরনাথ তীর্থকেন্দ্রে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বিপর্যয়ে এখন পর্যন্ত অন্তত ১৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ বহু পুণ্যার্থী। খবর এনডিটিভির।

শুক্রবার (৮ জুলাই) বিকেলে জম্মু-কাশ্মিরের অমরনাথের পবিত্র গুহা এবং স্থানীয় কালীমাতার মাঝামাঝি একটি এলাকায় অল্প সময়ের মধ্যে ব্যাপক বৃষ্টি হওয়ায় পানির উচ্চতা বেড়ে পাহাড়ি ঢলের সৃষ্টি হয়। এতে পূণ্যার্থীদের ২৫টির মতো শিবির পুরোপুরি ভেসে যায়। স্থানীয় বেশ কয়েকটি গণমাধ্যমের দাবি, ওই এলাকার কাছে অন্তত ১০-১২ হাজার পুণ্যার্থী ছিলেন।

ইতোমধ্যে, হিমালয়ের প্রত্যন্ত ওই তীর্থকেন্দ্রে উদ্ধারকাজ পরিচালনা করছে ভারতের জাতীয় এবং রাজ্যস্তরের বিপর্যয় মোকাবিলা বাহিনী। জানা গেছে, ভারতের ইন্দো টিবেটান সীমান্ত পুলিশবাহিনীও হেলিকপ্টার নিয়ে উদ্ধারকাজে যোগ দিয়েছে।

/এসএইচ

Exit mobile version