Site icon Jamuna Television

সৌদিতে যৌন ও শারীরিক নিপীড়ন, ফিরলেন আরও ৪০ গৃহকর্মী

সৌদি আরবে অবর্ণনীয় শারীরিক নির্যাতনের শিকার হয়ে রোববার রাতে দেশে ফিরেছেন আরও ৪০ জন নারী গৃহকর্মী। গতকাল এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা।

ভুক্তোভোগী নারীরা জানান, মোটা অংকের বেতনের আশ্বাস দিয়ে তাদের সৌদি আরব পাঠিয়েছিল বেশ কয়েকটি এজেন্সি। কিন্তু সেখানে মাসের পর মাস কাজ করেও বেতন পাননি তারা। উল্টো শিকার হতে হয়েছে যৌন ও শারীরিক নিপীড়নের।

অমানুষিক পরিশ্রমের পরও অনেককেই সারা দিনে দুই পিস রুটি ছাড়া কোন খাবার দেয়া হত না বলেও তাদের অভিযোগ। যোগাযোগ করতে দেয়া হতো না পরিবারের সদস্যদের সাথেও। এমনকি গায়ে গরম পানি ঢেলে আর বৈদ্যুতিক শকে ভয়াবহ নির্যাতনের অভিযোগও করেছেন কেউ কেউ।

এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন নির্যাতিত নারীরা। এ নিয়ে গত কয়েকদিনে কয়েকশ’ নারী কর্মী সৌদি থেকে দেশে ফিরেছেন।

Exit mobile version