Site icon Jamuna Television

উন্মোচিত হলো আর্জেন্টিনার বিশ্বকাপ জার্সি

ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপ ফুটবল ২০২২ সালের জন্য আর্জেন্টিনার জার্সি উন্মোচিত হয়েছে। অ্যাডিডাস নির্মিত এই জার্সিতে রয়েছে ক্ল্যাসিক আর্জেন্টাইন আসমানি নীল ও সাদা রং। খবর গোল ডটকমের।

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ জেতার স্বপ্নকে পূর্ণতা দিতেই জার্সিতে রাখা হয়েছে পুরনো আঙ্গিক। এই জার্সিতে রয়েছে সাদা ও আসমানির সাথে অ্যাডিডাসের চিরন্তন তিনটি কালো স্ট্রাইপ। এই হোম কিটের সামনের অংশের স্ট্রাইপ অনেকটাই আর্জেন্টিনার প্রচলিত ঢঙয়ের। তবে পেছনের অংশের স্ট্রাইপ অনেকটাই ভিন্ন। সেখানে চোখে পড়বে আর্জেন্টিনার পতাকার প্রতিচ্ছবি। পতাকার সাথে জার্সির এই মিল খুঁজে পাওয়া যাবে জার্সির ঘাড়ের দিকে।

ছবি: সংগৃহীত

২০২২ সালের কাতার বিশ্বকাপের জন্য নির্মিত আর্জেন্টিনার হোম কিট বাজারে আসছে ২৯ আগস্ট থেকে অ্যাডিডাসের সকল শোরুমে।

/এম ই

Exit mobile version