Site icon Jamuna Television

টানা ৪র্থ উইম্বলডন শিরোপা থেকে ১ ধাপ দূরে জোকোভিচ

টেনিস তারকা নোভাক জোকোভিচ। সংগৃহীত ছবি।

টানা ৪র্থ উইম্বলডন শিরোপা থেকে আর মাত্র ১ ধাপ দূরে দাঁড়িয়ে নোভাক জোকোভিচ। সেমিফাইনালে ইংলিশ খেলোয়াড় ক্যামেরন নরিকে ৩-১ সেটে হারিয়ে ২১তম গ্র্যান্ডস্ল্যামের খুব কাছে এখন এই সার্বিয়ান তারকা।

অল ইংল্যান্ড কোর্টে নরি’র ফর্ম কিছুটা স্বপ্ন দেখাচ্ছিলো কোর্টে উপস্থিত দর্শকদের। যেখানে প্রথম সেট ৬-২ পয়েন্ট ব্যবধানে জিতে যাওয়ায় আরও জোড়ালো হয় অবিশ্বাস্য কিছু হবার। কিন্তু এরপর আর নাম্বার ওয়ানের সামনে টিকতে পারেননি নরি। ২য় সেট ৬-৩ পয়েন্টে জেতার পর ৩য় সেট ৬-২ আর ৪র্থ সেট ৬-৪ পয়েন্ট ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করেন জোকোভিচ।

ফাইনালে অস্ট্রেলিয়ার নিক কিরিওসের বিপক্ষে টানা ৪র্থ উইম্বলডন আর ক্যারিয়ারের ২১তম গ্র্যান্ডস্ল্যামের লক্ষ্যে কোর্টে নামবেন সার্বিয়ান এই সুপার স্টার।

উল্লেখ্য, পেটের পেশির চোটের কারণে সেমিফাইনাল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। তাই সরাসরি ফাইনালে উঠে গেছেন অজি তারকা কিরিওস।

জেডআই/

Exit mobile version