Site icon Jamuna Television

আবার উত্তপ্ত শ্রীলঙ্কা, কারফিউ দিয়ে শৃঙ্খলা নিয়ন্ত্রণের চেষ্টা

বিক্ষোভ-প্রতিবাদে আবার উত্তাল শ্রীলঙ্কা। পরিস্থিতি মোকাবেলায় রাজধানী ও আশপাশের এলাকায় জারি করা হয়েছে কারফিউ। শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য দেশজুড়ে মোতায়েন করা হয়েছে সেনা সদস্যদের।

গত কয়েদিন ধরেই সতর্কবার্তা দেয়া হচ্ছিল, ফুরিয়ে যাচ্ছে জ্বালানির মজুদ। চরম বিদ্যুৎ, গ্যাস ও তেলের সংকটে ক্ষুব্ধ লঙ্কানরা। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে শুক্রবার তারা নেমে আসেন রাস্তায়, প্রেসিডেন্টের কার্যালয়ে করেন ভাঙচুর এমনকি অগ্নিসংযোগ।

এমনকি, রাজাপাকসের সরকারি বাসভবনও ঘেরাও করেন বিক্ষোভকারীরা। তাদের মোকাবেলায় স্থানীয় সময় সাড়ে ৩টা নাগাদ অনির্দিষ্টকালের জন্য ঘোষণা করা হয় কারফিউ। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামেন ২০ হাজার নিরাপত্তাকর্মী।

শ্রীলঙ্কায় বিদেশি মুদ্রার রিজার্ভ ফুরিয়ে গেছে। যে কারণে জন গুরুত্বপূর্ণ পণ্যগুলো আমদানি করতে পারছে না সরকার।

/এডব্লিউ

Exit mobile version