Site icon Jamuna Television

পদ্মা সেতুতে টোল আদায়ের নতুন রেকর্ড, একদিনে ছাড়ালো ৪ কোটি টাকা

পদ্মা সেতুর টোল প্লাজা।

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

পদ্মা সেতুতে একদিনে রেকর্ড পারমাণ টোল আদায় করা হয়েছে। শুক্রবার (৮ জুলাই) পদ্মা সেতু দিয়ে ৩১ হাজার ৭২৩টি গাড়ি পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা। যা এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ পরিমাণ টোল আদায়।

শনিবার (৯ জুলাই) সকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পদ্মা সেতুর সাইট অফিস নির্বাহী প্রকৌশলী ড. মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার মাওয়া প্রান্তের টোল প্লাজা হয়ে সেতু পাড়ি দিয়েছে ১৯ হাজার ৬৬৭টি গাড়ি। এতে ২ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ২৫০ টাকা টোল আদায় হয়েছে। অপর দিকে জাজিরা প্রান্তের টোল প্লাজা হয়ে সেতু পাড়ি দিয়ে ১২ হাজার ৫৬টি যানবাহন, যা থেকে টোল আদায় হয় ১ কোটি ৭১ লাখ ৮৯ হাজার ৪০০ টাকা।

ড. মাহমুদুর রহমান জানান, গতকাল (শুক্রবার) পার হওয়া যানবাহনের মধ্যে সবচেয়ে বেশি ছিল ব্যাক্তিগত গাড়ি। এদিন পারাপার হওয়া যানবাহনের মধ্যে ১৩ হাজার ১৫৯টিই ছিল ব্যাক্তিগত গাড়ি। এছাড়া বাস পারাপার হয়েছে ৭ হাজার ৭২২টি।

এর আগে ২৬ জুন পদ্মা সেতুতে যানচলাচল শুরু পর থেকে গত ১ জুলাই (শুক্রবার) সর্বোচ্চ পরিমাণ টোল আদায় করা হয়। এদিন ৩ কোটি ১৬ লাখ টাকারও বেশি টোল আদায় হয়।

এর আগে ২৬ জুন চালুর পর ১ দিনে ৬১ হাজারের বেশি যানবাহন চলাচল করেছিল। আর টোল আদায় হয়েছিল প্রায় পৌনে তিন কোটি টাকা। তবে ওই দিন পার হওয়া যানবাহনের ৭৫ শতাংশ ছিল মোটরসাইকেল। ২৭ জুন থেকে সেতু দিয়ে মোটরসাইকেল পারাপার বন্ধ করে দেয়া হয়।

এসজেড/

Exit mobile version