Site icon Jamuna Television

বঙ্গবন্ধু সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায়

বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা।

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

টাঙ্গাই‌লে নতুন ক‌রে আবারও বঙ্গবন্ধু সেতু‌তে রেকর্ড টোল আদায় হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেতুর দুইপা‌ড়ে টোল আদায় হ‌য়ে‌ছে প্রায় চার কো‌টি টাকা। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন বাংলা‌দেশ সেতু কর্তৃপ‌ক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অ‌ফি‌সের নির্বাহী প্রকৌশলী এহসান মাসুদ বাপ্পী।

জানা গে‌ছে, বঙ্গবন্ধু সেতু‌তে শুক্রবার (৮ জুলাই ) সকাল থেকে শ‌নিবার (৯ জুলাই) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দুইপা‌ড়ের টোলপ্লাজাতে টোল আদায় হ‌য়ে‌ছে ৩ কো‌টি ৯০ লাখ ৬ হাজার ৫০ টাকা। এ‌ই সময়ে সেতুতে প‌রিবহন পারাপার হ‌য়েছে ৪১ হাজার ৮১৭‌টি। এরম‌ধ্যে সেতুর পূর্ব টোলপ্লাজা অ‌তিক্রম ক‌রে‌ছে ২৯ হাজার ৭২‌টি যানবাহন। এ‌তে টোল আদায় হ‌য়ে‌ছে দুই কো‌টি ৫৮ লাখ ৬৫ হাজার টাকা। অপরদি‌কে সেতুর প‌শ্চিমপ্রান্ত টোলপ্লাজা অ‌তিক্রম ক‌রে‌ছে ১২ হাজার ৮৭৮‌টি যানবাহন। এই পাড়ে এক কো‌টি ৩১ লাখ ৯৫ হাজার ৫০ টাকা টোল আদায় হয়েছে।

এরআ‌গে বৃহস্প‌তিবার (৭ জুলাই ) সকাল থেকে শুক্রবার (৮ জুলাই ) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু‌র দুইপা‌ড়ের টোলপ্লাজাতে টোল আদায় হ‌য়ে‌ছিল ৩ কো‌টি ৪০ লাখ ৭ হাজার ৭০০ টাকা। এ‌ সময় যানবাহন পারাপার হয় ৪৩ হাজার ৫৯৫‌টি।

এরআ‌গে ঈদুল ফিত‌রের গত ২৯ এ‌প্রিল সর্বশেষ বঙ্গবন্ধু সেতু দি‌য়ে ৪৪ হাজার ২৭৪‌টি যানবাহন পারপা‌রের বিপরী‌তে টোল আদায় হ‌য় ৩ কো‌টি ১৯ লাখ ৭ হাজার ২০০ টাকা।

বাংলা‌দেশ সেতু কর্তৃপ‌ক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অ‌ফি‌সের নির্বাহী প্রকৌশলী এহসান মাসুদ বাপ্পী ব‌লেন, বঙ্গবন্ধু সেতু‌তে আবারও টো‌লে রেকর্ড হ‌য়ে‌ছে। মহাসড়‌কে প‌রিবহ‌নের চাপ র‌য়ে‌ছে। গত ২৪ ঘণ্টায় সেতুতে সর্বোচ্চ টোল আদায় হ‌য়ে‌ছে।

এসজেড/

Exit mobile version