Site icon Jamuna Television

ঈদ জামাতের নিরাপত্তায় ডগ স্কোয়াড, সুইপিং টিম: এডিজি র‍্যাব

র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কামরুল হাসান। ফাইল ছবি।

ঈদকে ঘিরে সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কামরুল হাসান।

আজ শনিবার (৯ জুলাই) সকালে জাতীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান কামরুল হাসান।

তিনি বলেন, ঈদ জামাতে স্পেশাল টিম, ডগ স্কোয়াড, সুইপিং টিম থাকছে। সর্বোচ্চ নিরাপত্তার স্বার্থে গাড়ির টহল, গোয়েন্দা টিম ও প্রত্যেক ব্যাটালিয়নে আলাদা ফোর্স রাখা হয়েছে বলে জানান তিনি। এছাড়া হেলিকপ্টার থাকবে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার জন্য।

গোয়েন্দা তথ্য ও সাইবার মনিটরিং বিশ্লেষণ করে এখনও পর্যন্ত কোনো নাশকতার আশঙ্কা নেই তবে এরপরও র‍্যাবের সতর্কতা আছে বলে জানান র‍্যাব অতিরিক্ত মহাপরিচালক।

আরও পড়ুন: রাজধানীতে হাটের শেষ দিনে বেড়েছে ছোট গরুর দাম

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ জামাতে অংশগ্রহণে আহ্বান জানান কামরুল হাসান। বলেন, সবাই যেন সময় নিয়ে ঈদ জামাতে আসে। এতে নিরাপত্তা তদারকি সহজ হবে। জরুরি নম্বর আছে র‍্যাবের, সেখানে যে কোনো ঘটনা সেটা জানালে সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে।

জেডআই/

Exit mobile version