Site icon Jamuna Television

‘জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবে’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। ফাইল ছবি।

ঈদ জামাতের সব প্রস্তুতি শেষ। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জাতীয় ঈদগাহ মাঠে ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

আজ শনিবার (৯ জুলাই) সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। তাপস বলেন,
ঈদের দিন সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা নেই। এরপরেও যদি হয়, তাহলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এ সময় তিনি বলেন, কোরবানির হাটের বর্জ্য আজ রাত ১টা থেকে অপসারণ শুরু হবে। আর কোরবানির পর দুপুর ২টা থেকে বর্জ্য অপসারণের কাজ শুরু হবে। এ সময় ঈদের ২য় দিনের মধ্যে সবাইকে কোরবানি সম্পন্ন করার আহ্বান জানান তিনি। বলেন, পরে কোরবানি দিলে বর্জ্য অপসারণ কঠিন।

আরও পড়ুন: ঈদ জামাতের নিরাপত্তায় ডগ স্কোয়াড, সুইপিং টিম: র‍্যাব

জেডআই/

Exit mobile version