Site icon Jamuna Television

বন থেকে আশপাশের শহরেও ছড়িয়ে পড়েছে ফ্রান্সের দাবানল

ফ্রান্সের দক্ষিণাঞ্চলে আরলেস ও আশেপাশের শহরে ছড়িয়ে পড়েছে দাবানল। বুশেস-ডু-রনের বন থেকে বৃহস্পতিবার আগুনের সূত্রপাত।

দাবানল নিয়ন্ত্রণে দমকল বাহিনীর সাথে কাজ করছেন কয়েকশ উদ্ধারকর্মী। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি। আগুনের তীব্রতা ছাড়িয়েছে সহ্যের সীমা। পুড়ে গেছে ৬০০ হেক্টর বনাঞ্চল। জরুরি সরিয়ে নেয়া হয় স্থানীয় অধিবাসীদের।

দায়িত্বরত কর্মকর্তার বরাতে জানা যায়, টানা আগুন জ্বললেও পরিস্থিতি এখন কিছুটা অনুকূলে। দাবানল মোকাবেলা করতে গিয়ে আহত হয়েছেন দমকল বাহিনীর ১৮ কর্মী। আগুন নিভতে দরকার হবে আরও কিছুদিন।

/এডব্লিউ

Exit mobile version