Site icon Jamuna Television

চামড়া সংরক্ষণের জন্য প্রস্তুত পোস্তার আড়তগুলো

চামড়া যাতে নষ্ট না হয় সেই প্রস্তুতি নিচ্ছেন আড়তদার ও ব্যবসায়ীরা। সংরক্ষণের জন্য প্রস্তুত ঢাকার লালবাগের পোস্তার আড়তগুলো। আগেভাগে অনেকেই লবণ কিনে রেখেছেন। ঈদের দিন সকাল থেকেই চামড়া সংগ্রহের প্রক্রিয়া শুরু কনবেন আড়তদারেরা।

মৌসুমী ব্যবসায়ীদের কাছ থেকে চামড়া কেনেন তারা। ব্যবসায়ীরা জানান, সাধারণত কোরবানির পশুর চামড়া ছাড়ানোর ৪ থেকে ৯ ঘণ্টার মধ্যে লবণ দিয়ে সংরক্ষণের ব্যবস্থা করতে হয়। তা না হলে ওই চামড়া নষ্ট হয়ে যায়। চলতি বছর বাজারে লবণের দাম বেড়েছে।

ব্যবসায়ীরা জানান, গত বছরের তুলনায় এ বছর লবণের দাম বস্তাপ্রতি ৩৫০ থেকে ৪০০ টাকা বেড়েছে। গত কোরবানির সময় ৭৪ কেজির লবণের বস্তার দাম ছিল ৬৭০ থেকে ৭০০ টাকা। গত রোজার ঈদ পর্যন্ত দাম ছিল বস্তাপ্রতি ৮০০ টাকা। কিন্তু গত দেড় মাসে ক্রমান্বয়ে দাম বেড়েছে। বাজারে কোনো তদারকি ছিলো না।

/এডব্লিউ

Exit mobile version