Site icon Jamuna Television

গরু বিক্রির টাকা নিরাপদে বাড়ি নিয়ে যেতে সহযোগিতা করবে পুলিশ: বেনজীর

পুলিশের আইজিপি ড. বেনজীর আহদেম। ফাইল ছবি।

গরু বিক্রির টাকা নিরাপদে বাড়ি নিয়ে যেতে বেপারিরা চাইলে পুলিশের সহযোগিতা নিতে পারেন। তাদের সব ধরনের সহযোগিতা দেবে পুলিশ। একথা জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।

আজ শনিবার (৯ জুলাই) সকালে কমলাপুরে পশুর হাট পরিদর্শনে গিয়ে একথা বলেন পুলিশের আইজিপি।

বেনজীর আহমেদ বলেন, রাজধানীর পশুর হাটে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সার্বিক নিরাপত্তায় কঠোর অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী। হাটে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার আহ্বান জানান তিনি।

এছাড়া ঈদের সময় রাজধানীর নিরাপত্তা নিয়ে পুলিশ মহাপরিদর্শক বলেন, ডিএমপি কমিশনারের সাথে কথা হয়েছে। বরাবরের মত এবারও ফাঁকা ঢাকায় বাড়তি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

আরও পড়ুন: ‘জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবে’

জেডআই/

Exit mobile version