Site icon Jamuna Television

মোবাইলের নষ্ট ব্যাটারিতে বিস্ফোরণ, তিন বছরের শিশু নিহত

প্রতীকী ছবি।

ভারতে আবর্জনায় পড়ে থাকা মোবাইলের ব্যাটারিতে বিস্ফোরণ ঘটে মৃত্যু হলো এক শিশুর।

শনিবার (৯ জুলাই) সকালে ভারতের পশ্চিমবঙ্গের মালদহের কালিয়াচক থানা এলাকার রাজনগর ঘোষপাড়ায় ঘটনাটি ঘটেছে। ওই বিস্ফোরণে মৃত্যু হয়েছে তিন বছর বয়সী শিশু সুরজ মণ্ডলের।

পরিবারের সূত্র দিয়ে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, সকাল ৬টার দিকে মায়ের সঙ্গে আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিল ওই শিশু। তখন রাস্তার পাশে একটি আবর্জনার স্তূপে আগুন ধরে গিয়েছিল। ওই আগুন থেকেই বিস্ফোরণ ঘটে একটি মোবাইলের ব্যাটারি ছিটকে এসে শিশুটির গলায় লাগে। সাথে সাথে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে শিশু সুরজ। এরপর তাকে স্থানীয় বেদরাবাদ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে সুরজকে।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় কালিয়াচক থানার পুলিশ। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে তদন্তকারীরা। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, কেউ বিড়ি খেয়ে হয়তো ওই আবর্জনার স্তূপে ফেলেছিল। তা থেকে আগুন ধরে আবর্জনায় পড়ে থাকা মোবাইলের নষ্ট ব্যাটারিতে বিস্ফোরণ ঘটে।

আরও পড়ুন-  কেন খুন করা হয়েছে আবেকে, পুলিশের জিজ্ঞাসাবাদে যা বললেন আসামি

এনবি/

Exit mobile version