Site icon Jamuna Television

করোনা আক্রান্ত অমর্ত্য সেন আইসোলেশনে

ছবি: সংগৃহীত

করোনায় আক্রান্ত হয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে শান্তিনিকেতনের নিজ বাসভবনে আইসোলেশনে আছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, ১ জুলাই বিদেশ থেকে শান্তিনিকেতনে নিজ বাসভবনে ফেরা অমর্ত্য সেন বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতা বোধ করছিলেন। এমনিতে ৮৯ বছর বয়স্ক এই বাঙালী অর্থনীতিবিদের বার্ধক্যজনিত অসুস্থতা রয়েছে। এ পরিস্থিতিতে তাই চিকিৎসকের পরামর্শ মেনে বাড়িতেই কোভিড টেস্ট করান তিনি এবং সেই টেস্টের রিপোর্ট পজেটিভ আসে।

শনিবার (৯ জুলাই) শান্তিনিকেতন থেকে কলকাতায় যাওয়ার কথা ছিল অমর্ত্য সেনের। সেখানে একটি অনুষ্ঠানে যোগ দেয়ারও কথা ছিল। ১০ জুলাই যাওয়ার কথা ছিল লন্ডন। কিন্তু করোনার কারণে সব বাতিল করা হয়েছে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, আপাতত বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন নোবেল পুরস্কার বিজয়ী এই অর্থনীতিবিদ।

/এনএএস

Exit mobile version