Site icon Jamuna Television

আবারও আলোচনায় ইলন মাস্ক, সহকর্মীর গর্ভে জমজ সন্তান

ছবি: সংগৃহীত

ফের আলোচনায় ইলন মাস্ক। নভেম্বরে যমজ সন্তানের বাবা হয়েছেন ইলন। আর সেই সন্তানের মা তার আরেক প্রতিষ্ঠান নিউরালিংকের শীর্ষ নির্বাহী শিভন জিলিস। বৃহস্পতিবার (৭ জুলাই) ব্লুমবার্গ এক প্রতিবেদন এই তথ্য নিশ্চিত করে।

প্রতিবেদনে বলা হয়, এপ্রিলে মাস্ক ও জিলিস ওই যমজের নাম পরিবর্তন করার জন্য আদালতে আবেদন করেন। আর সেই আবেদনে বাবা ও মায়ের নামের শেষাংশ শিশুদের নামের সাথে যুক্ত করার কথা বলা হয়। মাস খানেক পর টেক্সাসের এক বিচারক ওই আবেদন অনুমোদন করেন।

৩৬ বছর বয়সী জিলিস তার লিংকডইন প্রোফাইলে নিজেকে নিউরালিংকের পরিচালন এবং বিশেষ প্রকল্পের পরিচালক হিসেবে পরিচয় দিয়েছেন। নিউরালিংকে তিনি ২০১৭ সালের মে মাস যোগ দেন। একই সময়ে তিনি টেসলার কৃত্রিম বুদ্ধিমত্তার প্রকল্প পরিচালক হিসেবেও কাজ শুরু করেন।

তিনি সেখানে ২০১৯ সাল পর্যন্ত কাজ করেন। তবে যমজ সন্তানের বিষয়ে এখনো মুখ খোলেননি ইলন মাস্ক।

/এনএএস

Exit mobile version