Site icon Jamuna Television

চট্টগ্রামে ক্রেতা ঠকাতে বেপারিদের অভিনব প্রতারণা, পাউডার দিয়ে ঢাকা হয়েছে গরুর ক্ষতস্থান

চট্টগ্রামে গরুর হাটে ক্রেতাদের আকৃষ্ট করতে বেপারিরা অভিনব প্রতারণার আশ্রয় নিয়েছেন। গরুগুলোর ক্ষতস্থান ঢাকতে তারা ব্যবহার করেছেন পাউডার অথবা ময়দা।

শনিবার (৯ জুলাই) চট্টগ্রামের সাগরিকায় একটি গরুর হাটে গিয়ে দেখা যায় সাদা গরুগুলোর ক্ষতস্থান ঢাকতে বেপারিরা পাউডার ব্যবহার করেছেন। এর ফলে সাদা রঙের গরুগুলোর ক্ষতস্থান আপাতদৃষ্টিতে ক্রেতাদের চোখে ধরা পড়ছে না। গরুগুলোর গায়ে হাত দিলে দেখা যায়, হাতের সাথে সাদা পাউডার উঠে আসছে। মূলত বেশি দাম পাওয়ার আশায় কিছু অসাধু ব্যবসায়ী এই অভিনব পন্থা বেছে নিয়েছেন।

গরুর বেপারি জানান, মূলত সুন্দরের জন্যই এই পাউডার ব্যবহার করা হয়েছে। গরুগুলো যখন আমরা ওয়াশ করি তখন একটু অ্যাশ কালার হয়ে যায়। যখন গা শুকিয়ে যায় তখন পাউডার দিলে জিনিসটা সুন্দর দেখা যায়।

পাউডার দিলে ক্ষতস্থান ঢেকে যাওয়ার বিষয়টি তিনি অস্বীকার করে বলেন, এগুলো আমাদের ফার্মের গরু। এসব গরুর কোনো ক্ষত নেই।

ইউএইচ/

Exit mobile version