Site icon Jamuna Television

৭ মাসে ৭ বার অধিনায়ক পরিবর্তনের কারণ জানালেন সৌরভ

ছবি: সংগৃহীত

গত ৭ মাসে ৭ বার অধিনায়ক পরিবর্তন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে পরিস্থিতির কারণে বারবার অধিনায়ক পরিবর্তন করতে হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি।

সম্প্রতি নিজের ৫০তম জন্মদিন উদযাপন করেছেন বিসিসিআই বস সৌরভ গাঙ্গুলি। সেখানে অবশ্য এত কম সময়ে এত বার অধিনায়ক পরিবর্তনের যৌক্তিকতা তুলে ধরেন তিনি। সৌরভ বলেন, আমি একমত যে, এত অল্প সময়ে এতবার অধিনায়ক পরিবর্তন মোটেও আদর্শ কিছু নয়। তবে পরিস্থিতির কারণেই আমাদের এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। যেমন, রোহিত দক্ষিণ আফ্রিকা সিরিজে সাদা বলের অধিনায়কত্ব করার জন্য প্রস্তুত ছিল। কিন্তু সফরে যাওয়ার আগে সে চোটে পড়ে। এরপর লোকেশ রাহুলকে আমরা ওয়ানডে সিরিজের অধিনায়কত্বের জন্য প্রস্তুত করলাম কিন্তু সেও চোটে পড়লো।

পুরোন কাউকে অধিনায়ক না বানিয়ে নতুন অধিনায়ক করার বিষয়েও জানান বিসিসিআই সভাপতি। সৌরভ গাঙ্গুলি বলেন, ইংল্যান্ডে রোহিত যখন প্রস্তুতি ম্যাচ খেলছিল তখন তার করোনা ছিল। এটা কারো দোষ না। আর সূচি এমন যে খেলোয়াড়দের বিশ্রাম দেয়া প্রয়োজন। এ ছাড়া চোটের ব্যাপারও আছে। নতুন কোচের অবস্থাটা আমরা বুঝতে পারি, তবে পরিস্থিতির কারণে আমাদের নতুন কাউকে অধিনায়ক করতে হয়েছে।

আরও পড়ুন: ‘ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টি খেলোয়াড় হার্দিক পান্ডিয়া’

/এম ই

Exit mobile version