Site icon Jamuna Television

শুক্রবার ঢাকা ছেড়েছেন ৩৫ লাখের বেশি সিম ব্যবহারকারী

ছবি: সংগৃহীত

কোরবানি ঈদের ছুটিতে ৩৫ লাখের বেশি সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

শনিবার (৯ জুলাই) এক ফেসবুক পোস্টে তিনি জানান, শুক্রবার ঢাকার বাইরে গেছেন চারটি মোবাইল কোম্পানির ৩৫ লাখ ৩০ হাজার ৭৩২টি সিমের গ্রাহক। এর মধ্যে গ্রামীণফোনের সিমের সংখ্যা ১৫ লাখ ৮৩ হাজার ৩৩২। রবির ৯ লাখ ৭৫ হাজার ৬১৩, বাংলালিংকের ৮ লাখ ৪৯ হাজার ৪৬০ ও টেলিটকের ১ লাখ ২২ হাজার ৩২৭ সিম এদিন ঢাকার বাইরে গেছে।

উল্লেখ্য, একজন ব্যক্তি একাধিক সিম ব্যবহার করতে পারেন। এ ছাড়া ঈদের ছুটিতে ঢাকা ছেড়ে যাওয়া পরিবারগুলোর সঙ্গে শিশুরাও রয়েছে। শিশুদের নামে সিম নিবন্ধন করা নেই। ফলে এই তথ্য থেকে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের প্রকৃত সংখ্যা নিরূপণ করা সম্ভব নয়।

ইউএইচ/

Exit mobile version