Site icon Jamuna Television

উইম্বলডনে নারী এককের শিরোপা জিতলেন রিবাকিনা

নারী এককের শিরোপা হাতে অ্যালেনা রিবাকিনা।

উইম্বলডনে নারী এককের শিরোপা জিতেছেন রিবাকিনা। তিউনিসিয়ার ওন্স জাবেরকে ৩-৬, ৬-২, ৬-২ গেমে হারিয়ে কাজাখস্থানের প্রথম খেলোয়াড় হিসেবে গ্রান্ডস্ল্যাম জয়ের কীর্তি গড়লেন রিবাকিনা।

অল ইংল্যান্ড ক্লাবে ম্যাচের প্রথম সেটেই ধাক্কা খান অ্যালেনা রিবাকিনা। তাকে ৬-৩ গেমে হারিয়ে আফ্রিকার প্রথম নারী ও আরবের প্রথম খেলোয়াড় হিসেবে শিরোপা জয়ের হুঙ্কার দেন জাবের। তবে পরের দুই সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান রিবাকিনা। দ্বিতীয় সেট জিতে নেন ৬-২ গেমে।

তৃতীয় সেটেও তিনি ছিলেন অনবদ্য। এই সেটেই ৬-২ গেমের জয়ে শিরোপা নিজের করে নেন ২৩ বছর বয়সি রিবাকিনা।

প্রসঙ্গত, ২০১৮ সালে রাশিয়া টেনিস ফেডারেশনের সাথে সম্পর্ক ছিন্ন না করলে হয়তো উইম্বলডন খেলাই হতো না রিবাকিনার। ইউক্রেন আক্রমণ করায় এবার উইম্বলডনে নিষিদ্ধ করা হয় রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়দের।

/এসএইচ

Exit mobile version