Site icon Jamuna Television

ভারতসহ পাঁচ দেশের ইউক্রেনীয় রাষ্ট্রদূত প্রত্যাহার

ছবি: সংগৃহীত

ভারতসহ পাঁচ দেশে নিযুক্ত ইউক্রেনীয় রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি। তবে ঠিক কী কারণে তাদের প্রত্যাহার করা হয়েছে তা এখনও জানা যায়নি। খবর রয়টার্সের।

শনিবার (৯ জুলাই) ইউক্রেনের প্রেসিডেন্টের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিবৃতি সূত্রে এ তথ্য জানা গেছে। 

বিবৃতিতে জানানো হয়, প্রেসিডেন্ট জেলেনস্কি ভারত ছাড়াও প্রত্যাহার করেছেন জামার্নি, চেক রিপাবলিক, নরওয়ে ও হাঙ্গেরির রাষ্ট্রদূতকে। তাদেরকে অন্য কোনো পদে বহাল করা হবে কি না সে নিয়েও এখনও কোনো সিদ্ধান্ত জানাননি জেলেনস্কি।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জেলেনস্কি তার কূটনীতিকদের বিদেশি সাহায্য আনার জন্য আবেদন জানিয়ে আসছেন। ধারণা করা হচ্ছে, সাহায্য যারা করেনি, তাদের ক্ষেত্রেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে।

কূটনৈতিক বিশেষজ্ঞেদের ধারণা, কূটনৈতিক ব্যর্থতার কারণেই সংশ্লিষ্ট দেশগুলি রাষ্ট্রদূতদের সরিয়ে নিয়েছে ইউক্রেন।

/এসএইচ

Exit mobile version