Site icon Jamuna Television

সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, জামালপুর:

জামালপুরের সরিষাবাড়িতে সাংবাদিকদের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জামালপুরের কর্মরত সাংবাদিকরা। আজ দুপুরে জামালপুর শহরের দয়াময়ী চত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে জেলার সকল স্তরের সাংবাদিকরা অংশ নেয়।

মানববন্ধনে বলা হয় একটি নিয়োগ পরীক্ষা চলাকালে রোববার সরিষাবাড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে সাংবাদিকদের উপর হামলা চালায় স্থানীয় যুবলীগের সন্ত্রাসীরা।

এসময় দৈনিক যুগান্তরের স্থানীয় প্রতিনিধি জহুরুল ইসলাম ঠাণ্ডুসহ ৪ সাংবাদিক আহত হয়। মানববন্ধন চলাকালে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

কর্মরত সাংবাদিক ঐক্যের সভাপতি শফিক জামানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক এম এ জলিল, দুলাল হোসাইন, লুৎফর রহমানসহ জামালপুরের বিভিন্ন স্তরের সাংবাদিক নেতৃবৃন্দ।

যমুনা অনলাইন: আরএম/এসআর

Exit mobile version