সরকারবিরোধী আন্দোলনে উত্তাল এখন দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা। প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজের পদত্যাগের দাবিতে তার বাসভবনের সামনে জড়ো হয়ে আন্দোলন করছেন বিক্ষোভকারীরা।
শনিবার (৯ জুলাই) দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানী বুয়েনস আয়ার্সে সকাল থেকেই জড়ো হন বহু মানুষ। সরকারকে দুর্নীতিগ্রস্ত আখ্যা দিয়ে পদত্যাগের দাবি জানান তারা। অর্থনৈতিক সঙ্কট ও গলার কাঁটা হয়ে থাকা জাতীয় ঋণ থেকে মুক্তির দাবিতে তারা স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।
প্রসঙ্গত, কয়েক বছর ধরেই মুদ্রাস্ফীতিসহ বিভিন্ন কারণে ব্যাপক অর্থনৈতিক সঙ্কটে ভুগছে আর্জেন্টিনা। দিনে দিনে অবনতি হয়েছে পরিস্থিতির। অনেকেই এর জন্য দায়ী করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল সংস্থা আইএমএফকে। কারণ হিসেবে বিক্ষোভকারীরা জানিয়েছেন, আইএমএফের কঠোর নীতির কারণেই আর্জেন্টিনার এই পরিস্থিতি।
/এসএইচ

