Site icon Jamuna Television

হজের বিদায়ী তাওয়াফ সারলেন হাজিরা

ছবি: সংগৃহীত

পবিত্র কাবা শরিফ ঘিরে ‘বিদায়ী তাওয়াফ’ সারছেন হাজিরা। ২০২২ সালের পবিত্র হজের আনুষ্ঠানিকতার শেষপর্ব এটি।

এর আগেই, মাথা মুণ্ডন এবং ইহরামের দুই টুকরো সাদা কাপড় ছেড়েছেন মুসল্লিরা। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সাধ্য ও সামর্থ্য অনুযায়ী দিয়েছেন পশু কোরবানি।

করোনা মহামারির কারণে, দু’বছর পর স্বাভাবিক হজ অনুষ্ঠানে ফিরলো সৌদি আরব। এবার, ১০ লাখের মতো মুসল্লিকে পবিত্র হজ পালনের অনুমতি দিয়েছে দেশটির সরকার।

যথাযথ করোনা বিধিমালা এবং শর্তের মধ্যে দিয়ে পবিত্র হজ পালন করেন মুসলিমরা। মহামারির আগেও, ২০ থেকে ২৬ লাখ পর্যন্ত মুসল্লি পালন করতেন হজ।

/এসএইচ

Exit mobile version