Site icon Jamuna Television

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

আটককৃত রুহুল আমিন (৫৫)।

স্টাফ করেসপন্ডেন্ট, চাঁদপুর:

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের শাকছিপাড়া গ্রামের এক প্রতিবন্ধী শিশুকে (১০) ধর্ষণের অভিযোগে রুহুল আমিন (৫৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রোববার (১০ জুলাই) শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করলে রাতেই পুলিশ বৃদ্ধকে গ্রেফতার করে। জানা গেছে, অভিযুক্ত ভুক্তভোগীর পরিবারের প্রতিবেশী ছিল।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল খালেক বলেন, ঘটনার দিন সকালে শিশুটির মা শিশুটিকে আমার কাছে নিয়ে আসে। আমি ঘটনা শুনে তাদেরকে সরাসরি আইনি প্রক্রিয়ায় যাওয়ার পরামর্শ দেই।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ জানান, অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আসামিকে গ্রেফতার করেছি। শিশুটির ডাক্তারি পরীক্ষসহ গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

/এসএইচ

Exit mobile version