Site icon Jamuna Television

রাজবাড়ীতে গরুর মাংসের হাড় গলায় আটকে স্কুলছাত্রের মৃত্যু

ছবি: আলিফ

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী পৌরসভার বি‌নোদপুর ক‌লেজপাড়ায় গরুর মাংসের হাড় গলায় আট‌কে আলিফ (১৩) নামে এক স্কুলছা‌ত্রের মৃত্যু হয়েছে। রোববার (১০ জুলাই) রা‌তে তার মৃত্যু হয়।

স্কুলছাত্র আলিফ রাজবাড়ী শহরের বিনোদপুর কলেজপাড়া এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। আলিফ ৭ম শ্রেণির ছাত্র ছিল। সোমবার (১১ জুলাই) দুপুরে ঘটনার সত‍্যতা নিশ্চিত করেন রাজবাড়ী পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর তুহিন মন্ডল।

তি‌নি জানান, শিশুটির বাসা পৌর শহরের ৮নং ওয়ার্ডে। গতকাল রোববার রাত ৯টার দিকে পরিবারের সবাই মিলে রাতের খাবার খাচ্ছিল। এমন সময় মাংসের একটি হাড় তার গলায় আটকে যায়। সে সময় পরিবারের সদস‍্যরা অনেক চেষ্টা করেও হাড়টি বের করতে না পে‌রে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসকরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে তার মৃত্যু হয়। কিছুদিন আগে ছেলেটির বাবা স্ট্রোক ক‌রে মারা গিয়েছে।
আরও পড়ুন: ছাত্রলীগ নেতাকে গাছে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেফতার ১
ইউএইচ/

Exit mobile version