Site icon Jamuna Television

ছাত্রলীগ নেতাকে গাছে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

ছবি: সংগৃহীত

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর হাতিয়াতে ছাত্রলীগের এক নেতাকে গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নুরুল আমিন নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মারধরের শিকার রিয়াদ উদ্দিন শাকিল হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ছাত্রলীগের সহসভাপতি। 

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার (১১ জুলাই) সকালে ভুক্তভোগী ছাত্রলীগ নেতা এ ঘটনায় ৬ জনকে অসামি করে মামলা দায়ের করেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এর আগে শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।  

স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রলীগ নেতা শাকিলের সাথে আসামি শরিফের বোনের প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে শরিফ একাধিকবার শাকিলকে হুমকি দেয়। ঈদের দিন দিবাগত রাতে শাকিল উপজেলা সদরের ওচখালী বাজার থেকে বাড়ি ফেরার পথে শরিফসহ কয়েকজন যুবক তাকে গতিরোধ করে চোখ বেঁধে বাড়িতে নিয়ে যায়। পরে বাড়ির সামনে একটি গাছের সাথে বেঁধে নির্যাতন করা হয়।

খবর পেয়ে রাত আড়াইটার দিকে হাতিয়া থানার পুলিশ তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে। ভাইরাল হওয়া ১ মিনিট ২৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, প্যান্ট ও লাল রঙের টিশার্ট পরা এক যুবককে গাছের সাথে বেঁধে নির্যাতন করা হচ্ছে। এ সময় ওই যুবক বারবার নিজেকে ছেড়ে দেয়ার আকুতি জানালেও তাকে ছেড়ে দেয়া হয়নি। নির্যাতনকারীরা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একই বাড়ির বাসিন্দা বলে জানা যায়।  

ওসি আরও জানায়, আটককৃত নুরুল আমিন মামলার ১নং আসামি শরিফের বাবা। ভিডিওতে তাকে ঘটনার সময় উপস্থিত থাকতে দেখা যায় বলেও তিনি মন্তব্য করেন। গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। অপর আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।  

Exit mobile version