Site icon Jamuna Television

‘ক্রিশ্চিয়ানো রোনালদো বিক্রির জন্য নয়’

ছবি: সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদো বিক্রির জন্য নয়। ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে এবার এই কথা আবারও সাফ জানিয়ে দিলেন কোচ এরিক টেন হাগ।

গত মৌসুমে ঘরের ছেলে ঘরে ফিরেছিলেন। কিন্তু ক্লাবের হয়ে গত মৌসুমে সর্বোচ্চ ২৪ গোল করার পরও কিছুদিন আগে ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করে দলবদলের বাজারে নতুন ঝড় তুলেছেন রোনালদো নিজেই। গুঞ্জন রয়েছে দল ছাড়তে ম্যানইউকে বাধ্য করতেই প্রাক-মৌসুম প্রস্তুতিতে যোগ দেননি দলের সাথে।

কিন্তু ম্যানইউ কোচ টেন হাগ বলছেন ভিন্ন কথা। এই ডচের মতে রেড ডেভিল ডেরাতেই থাকবেন সিআর সেভেন। রোনালদোর ছুটি নাকি ব্যক্তিগত কারণে, জানিয়েছেন টেন হাগ। ব্যাংককে লিভারপুলের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ম্যানইউর প্রাক মৌসুম প্রস্তুতি।

/এনএএস

Exit mobile version