Site icon Jamuna Television

টেনিস র‍্যাঙ্কিং: ২৫ বছর অবস্থানের পর পতন ফেদেরারের

ছবি: সংগৃহীত

২৫ বছর পর র‍্যাঙ্কিংয়ের বাইরে চলে গেলেন সুইস টেনিস তারকা রজার ফেদেরার। লম্বা সময় ইনজুরিতে থাকায় কোর্টে নামতে পারেননি তিনি। তাই দাঁড়িয়েছে এমন পরিস্থিতি।

উইম্বলডন শেষ হবার পর টেনিসের নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। যেখানে জায়গা হয়নি ৪০ বছর বয়সী ফেদেরারের। এটিপির র‍্যাঙ্কিং করা হয় খেলোয়াড়ের আগের ৫২ সপ্তাহের পারফরমেন্স বিবেচনায়। আর ফেদেরার সবশেষ খেলেছেন গত বছরের উইম্বলডনে। ফলে তার নামের পাশে এখন কোনো পয়েন্ট নেই।

১৯৯৭ সালের সেপ্টেম্বরে ১৬ বছর বয়সে অভিষেক হয় ফেদেরারের। এরপর থেকে সবসময় র‍্যাঙ্কিংয়ে ছিলেন এই সুইস। মাঝে দীর্ঘসময় এক নম্বরে থাকার রেকর্ডও ছিল ফেডেক্সের। পরে সেটা ভেঙে দেন নোভাক জোকোভিচ। সবকিছু ঠিক থাকলে চোট কাটিয়ে অক্টোবরে নিজের দেশের টুর্নামেন্ট দিয়ে কোর্টে ফিরতে পারেন ২০ গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরার। সূত্র: ফক্স নিউজ।

আরও পড়ুন: ফের য়্যুভেন্টাসে পগবা, দিবালার বিদায়ে পরবেন ১০ নম্বর জার্সি

জেডআই/

Exit mobile version