Site icon Jamuna Television

রোহিঙ্গা ক্যাম্পে সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক কক্সবাজারে রোহিঙ্গাদের নিবন্ধন কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন। আজ বৃহস্পতিবার সকালে তিনি ক্যাম্প এলাকায় চলা নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেন।

এসময় তার সাথে ছিলেন বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাসুদ রেজওয়ান। তিনি বলেন, আগামী তিন-চার মাসের মধ্যে রোহিঙ্গাদের ছবিসহ নিবন্ধনের কাজ শেষ হবে।

জেনারেল মাসুদ আরও জানান, ইতোমধ্যে ৩০টি ইউনিট নিবন্ধনের কাজ চলছে। ইউএনএইচসিআর ও আইওম এর সাথে সমন্বয় করেই এই নিবন্ধনের কাজ চলছে বলেও জানান তিনি। কাল থেকে মোট ৫০টি ইউনিট নিবন্ধন কাজ করবে।

/কিউএস

Exit mobile version