Site icon Jamuna Television

জুন মাসের সেরা ক্রিকেটার টেস্টে টি-টোয়েন্টির আমেজ নিয়ে আসা বেয়ারস্টো

ছবি: সংগৃহীত

জুন মাসে আইসিসির সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন জনি বেয়ারস্টো। স্বদেশি জো রুট ও নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলকে পেছনে ফেলে এই পুরস্কার জিতেছেন দুর্দান্ত ফর্মে থাকা বেয়ারস্টো।

সময়টা দারুণ কাটছে এই ইংলিশের। টেস্ট ক্রিকেটে টি-টোয়েন্টির আমেজ নিয়ে এসেছেন জনি। তার প্রতিটি সেঞ্চুরিই ছিল আক্রমণাত্মক। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে দুই সেঞ্চুরি ও এক ফিফটিতে ৩৯৪ রান করেছেন এই ব্যাটার। জুন মাসে তার গড় ছিল ৭৮.৮০।

মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার বিষয়ে বেয়ারস্টো বলেছেন, ‘আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ’ হিসেবে আমাকে ভোট দেয়ার জন্য ভক্তদের ধন্যবাদ জানাচ্ছি। গত পাঁচ সপ্তাহ ইংল্যান্ডের জন্য দুর্দান্ত ছিল। নিউজিল্যান্ড ও ভারতের মতো দলের বিপক্ষে চারটি দুর্দান্ত জয়ের মাধ্যমে আমরা গ্রীষ্মের মৌসুম শুরু করেছি।

আরও পড়ুন: টেনিস র‍্যাঙ্কিং: ২৫ বছর অবস্থানের পর পতন ফেদেরারের

বেয়ারস্টো আরও বলেছেন, আমরা দল হিসেবে আমাদের ক্রিকেট উপভোগ করছি এবং স্বচ্ছতা ও ইতিবাচকতার সাথে খেলছি। যদিও আমি এই সময়ের মধ্যে চারটি সেঞ্চুরি করেছি, তবে আমি স্বীকার করে নিতে চাই আমার সতীর্থরাও এই সময়ে প্রতিটি বিভাগে দুর্দান্ত ছিল। অগাধ আত্মবিশ্বাসের সাথে খেলেছে তারা।

জেডআই/

Exit mobile version