Site icon Jamuna Television

‘বন্দুকযুদ্ধ’ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে মানবাধিকার কমিশন

মাদকবিরোধী অভিযানে কথিত বন্দুকযুদ্ধে নিহতের ঘটনায় উদ্বেগ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

কমিশন চেয়ারম্যান কাজী রিয়াজুল হক স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় অভিযুক্ত আসামি,সন্দেহভাজন ব্যক্তিসহ সকলের মানবাধিকার বিষয়টি যাতে যথাযতভাবে বিবেচনা করা হয় এবং সংবিধান বর্ণিত অধিকার যেন সুরক্ষিত থাকে। সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ করে মানবাধিকার কমিশন।এছাড়া মাদক নির্মূলে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো দৃঢ়ভাবে কাজ করার অনুরোধ জানানো হয় চিঠিতে।

Exit mobile version