Site icon Jamuna Television

লিভারপুলকে ৪ গোলে উড়িয়ে শুরু ম্যানইউতে টেন হাগের অধ্যায়

ছবি: সংগৃহীত

প্রাক মৌসুম প্রীতি ম্যাচে লিভারপুলকে ৪-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর এই দুর্দান্ত জয়ের মাধ্যমেই রেড ডেভিলদের হয়ে শুরু হলো এরিক টেন হাগের অধ্যায়।

ব্যাংককের রাজামাঙ্গালা স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই দাপট ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। ম্যাচের ১২তম মিনিটে ম্যানইউকে এগিয়ে দেন জেডন সানচো। এরপর লিভারপুল ম্যাচে ফেরার চেষ্টা করলেও উল্টো ৩০ মিনিটে আবারও পিছিয়ে পড়ে অল রেডরা। এবার গোল ব্যবধান দ্বিগুণ করেন ফ্রেডেরিকো স্যান্তোস। এর মিনিট তিনেকের মধ্যে ফরাসি স্ট্রাইকার অ্যান্থনি মার্শিয়ালের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ম্যানইউ। তিন গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ম্যানইউ।

ছবি: সংগৃহীত

দ্বিতীয়ার্ধের শুরু থেকে ম্যাচে ফেরার জন্য মরিয়া চেষ্টা করে লিভারপুল। কিন্তু ফিনিশিংয়ের অভাবে গোল পায়নি ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। একটা পর্যায়ে বল দখলের লড়াইয়ে এগিয়ে যায় লিভারপুল। কিন্তু ম্যাচের ৭৬তম মিনিটে ফ্যাকুন্দ্রো পেলিস্ট্রির গোলে ব্যবধান ৪-০ করে ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর আর কোনো গোল না হওয়ায় ৪ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রেড ডেভিলরা।

আরও পড়ুন: ৫ আগস্ট থেকে শুরু ইপিএল; মাঠ কাঁপাতে প্রস্তুত হাল্যান্ড-কেডিবিদের মতো তারকারা

/এম ই

Exit mobile version