Site icon Jamuna Television

সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে টাইগাররা

ছবি: সংগৃহীত

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বুধবার (১৩ জুলাই) বাংলাদেশের বিপক্ষে লড়বে উইন্ডিজ। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি। আর সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগাররা।

প্রথম ওয়ানডের দৈর্ঘ্য কাটছাঁট হওয়ার পর দ্বিতীয় ওয়ানডেতেও রয়েছে বৃষ্টির চোখ রাঙানির শঙ্কা। প্রথম ওয়ানডেতে বৈরি আবহাওয়ার কারণে ৪১ ওভারে নেমে আসে ম্যাচ। স্বল্পদৈর্ঘ্যের এই ম্যাচে ব্যাট-বল দুই জায়গায়ই আধিপত্য দেখিয়েছে তামিম ইকবালের দল। কিন্তু ফিল্ডিংয়ে আবারও দেখা গেছে চেনা সমস্যা। চারটি ক্যাচ মিস করেছে বাংলাদেশ।

তবে শরীফুল ইসলাম ও মেহেদী মিরাজের বোলিং তোপে ১৪৯ রানের বেশি করতে পারেনি ক্যারিবীয়রা। পরে মাহমুদউল্লাহ রিয়াদের অপরাজিত ৪১ রানে ভর করে সহজ জয় তুলে নেয় বাংলাদেশ।

/এম ই

Exit mobile version