Site icon Jamuna Television

রাজধানীতে বাস চাপায় নিহত ১

প্রতীকী ছবি

রাজধানীর কাকলীতে সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। বুধবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৫টায় কাকলী মোড়ে ইমাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে চাপা দিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নিরাপত্তা বেড়া ভেঙে ভেতরে ঢুকে যায়।

ঘটনাস্থলেই মারা যান তিনি। এসময় বাসের ভেতর কোনো যাত্রী ছিল না। দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় বাসের চালক ও সহকারী।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির শেখ রঞ্জু মিয়া একটি সিকিউরিটি কোম্পানিতে কাজ করতেন। কাজ শেষে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।

আশপাশের সড়কের সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করা হবে বলে জানিয়েছে পুলিশ। চেষ্টা চলছে বাসের চালক ও হেলপারকে ধরার।

/এনএএস

Exit mobile version