Site icon Jamuna Television

রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে নতুন করে মাদক মামলা, দোষী সাব্যস্ত হলে ১০ বছরের জেল

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মাদক সংক্রান্ত নতুন মামলা দায়ের করলো নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে যোগ থাকা একটি মাদক মামলায় রিয়াকে অভিযুক্ত করেছে এনসিবি। রিয়ার বিরুদ্ধে গাঁজা কেনার অভিযোগ আনা হয়েছে। রিয়াসহ আরও ৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে। এই মামলায় রিয়ার ভাই শৌভিক চক্রবর্তীরও নাম রয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।

এনসিবি সূত্রে জানা গিয়েছে, সুশান্তকে অনেক বার গাঁজা সরবরাহ করেন বলে রিয়ার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। গাঁজা কেনাবেচার জন্য অনেক টাকা আদানপ্রদানের অভিযোগও রয়েছে রিয়ার বিরুদ্ধে। দোষী সাব্যস্ত হলে রিয়া চক্রবর্তীকে ১০ বছরের বেশি জেল হতে পারে।

এর আগে রিয়াকে ২০২০ সালের সেপ্টেম্বরে মাদক মামলায় গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারের প্রায় এক মাস পরে তাকে জামিন দেয় বোম্বে হাইকোর্ট।

প্রসঙ্গত, ২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রায় তার অ্যাপার্টমেন্ট থেকে অভিনেতা সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। এরপরই প্রয়াত অভিনেতার সঙ্গে মাদকযোগের তদন্তে নামে এনসিবি।

ইউএইচ/

Exit mobile version