Site icon Jamuna Television

২০২৭ সাল পর্যন্ত ম্যানচেস্টার সিটিতে থাকবেন রদ্রি

ছবি: সংগৃহীত

স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির সাথে চুক্তি নবায়ন করেছে ম্যানচেস্টার সিটি। নতুন চুক্তিতে ২০২৭ সাল পর্যন্ত সিটিজেন ডেরায় থাকবেন রদ্রি। মঙ্গলবার (১২ জুলাই) ক্লাব কর্তৃপক্ষ এ তথ্য জানায়। খবর স্প্যানিশ গণমাধ্যম মার্কার।

ম্যানসিটিতে যোগ দেবার মৌসুমেই নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন এই ফুটবলার। সিটি শিবিরে গত তিন বছরে গার্দিওলার একাদশের নিয়মিত সদস্যে পরিণত হয়েছেন এই রক্ষণাত্মক মিডফিল্ডার। তারই পুরস্কার হিসেবে এই চুক্তি নবায়ন।

২৬ বছর বয়সী রদ্রি ২০১৯ সালে আটলেটেকো মাদ্রিদ থেকে পাঁচ কোটি পাউন্ড ট্রান্সফার ফিতে সিটিতে নাম লেখান। এখন পর্যন্ত সিটিজেনদের হয়ে ১০২ ম্যাচ খেলেছেন এই স্প্যানিশ। জিতেছেন দুটি লিগ শিরোপা।

রদ্রি বলেছেন, ২০১৯ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়া ছিল আমার ক্যারিয়ারে নেয়া সেরা সিদ্ধান্ত।

আরও পড়ুন: ফের বিতর্কে ওজিল, তুর্কি ক্লাব ফেনারবাচের সাথে চুক্তি বাতিল

জেডআই/

Exit mobile version