Site icon Jamuna Television

বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন তার পরিবারের সদস্যরা ও শুভানুধ্যায়ীরা।

বুধবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বনানীতে নুরুল ইসলামের সমাধিতে যমুনা টেলিভিশনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপরে দৈনিক যুগান্তর পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানানোর পরে নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় তার কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন তার শুভানুধ্যায়ীরা।

এ সময় তারা বলেন, নুরুল ইসলাম দেশের মানুষের জন্য দায়বদ্ধতা থেকে কাজ করে গেছেন। এজন্য তার প্রতিষ্ঠিত যমুনা গ্রুপ লাখো মানুষের জীবিকার ব্যবস্থা করেছে। আজকের এই দিনে মহান এই কর্মবীরের প্রতি শ্রদ্ধা-ভালোবাসা জানিয়েছেন সকলে।

ইউএইচ/

Exit mobile version