Site icon Jamuna Television

বিশ্বকাপ অনিশ্চিত জেনেও অস্ট্রেলিয়ার সাথে সিরিজ বাতিল করলো দক্ষিণ আফ্রিকা

অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার একটি ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ আরও অনিশ্চিত হয়ে পড়লো দক্ষিণ আফ্রিকার জন্য। নিজেদের টি-টোয়েন্টি লিগ আয়োজন নিশ্চিত করতে দলটি বাতিল করেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আর এই তিন ম্যাচের পূর্ণ পয়েন্ট অস্ট্রেলিয়াকে ছেড়ে দিয়েছে প্রোটিয়া বোর্ড। এখন আইসিসির অনুমোদনের অপেক্ষা।

আগামী জানুয়ারিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার কথা ছিল দক্ষিণ আফ্রিকার। যা আইসিসি সুপার লিগের অংশ। কিন্তু একই সময়ে নতুন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা প্রোটিয়া বোর্ডের। ফলে ওয়ানডে সিরিজ পিছিয়ে দিতে অজি বোর্ডকে অনুরোধ করে তারা। তবে ব্যস্ত সূচি থাকায় তা প্রত্যাখ্যান করে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাই পূর্ণ পয়েন্ট দিয়ে সিরিজ না খেলার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা।

আরও পড়ুন: সন্তানদের খাওয়াতে একদিন খেয়ে পরের দিন না খেয়ে থাকেন লঙ্কানরা: কামিন্স

বর্তমানে ৪৯ পয়েন্ট নিয়ে ১৩ দলের মধ্যে ১১ নম্বরে আছে দক্ষিণ আফ্রিকা। পরের দুই সিরিজ খেলতে হবে ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে। সবমিলিয়ে সরাসরি বিশ্বকাপে খেলা অনেকটাই অনিশ্চিত হয়ে গেলো দলটির।

জেডআই/

Exit mobile version