Site icon Jamuna Television

যেই ক্লাবে খেলেছেন সেখানে এবার কোচিং করাবেন রুনি

ছবি: সংগৃহীত

যে ক্লাবের হয়ে মাঠ মাতিয়েছিলেন এবার সেই ডিসি ইউনাইটেডের ডাগআউট সামলাবেন সাবেক ইংলিশ তারকা ওয়েন রুনি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ডিসি ইউনাইটেডের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।

এর আগে, ২০১৮ সাল থেকে পরবর্তী দেড় বছর ডিসি ইউনাইটেডে খেলেন রুনি। ক্লাবটির জার্সি গায়ে মোট ৩৫ ম্যাচে নামেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। এরপর খেলোয়াম কাম কোচ হিসেবে যোগ দেন ইংলিশ ক্লাব ডার্বি কাউন্টিতে। একসময় ক্লাবটির স্থায়ী কোচ হিসেবে নিয়োগ পান তিনি। কিন্তু ক্লাব পরিচালনা ও আর্থিক অনিয়মের কারণে দ্বিতীয় বিভাগ লিগ থেকে অবনমন হয় ডার্বি কাউন্টির।

আরও পড়ুন: বিশ্বকাপ অনিশ্চিত জেনেও অস্ট্রেলিয়ার সাথে সিরিজ বাতিল করলো দক্ষিণ আফ্রিকা

ফলে ১৭ মাসের কোচিং ক্যারিয়ারের ইতি টানেন রুনি। এবার যোগ দিলেন যুক্তরাষ্ট্রের ক্লাব ডিসি ইউনাইটেডের প্রধান কোচ হিসেবে। সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট।

জেডআই/

Exit mobile version