Site icon Jamuna Television

বঙ্গবন্ধু টানেলসহ সেতু বিভাগের অধীন সব কাজ দ্রুত শেষ করতে সেতুমন্ত্রীর নির্দেশ

সেতু ভবনে ওবায়দুল কাদের।

কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলসহ সেতু বিভাগের অধীন চলমান অন্যান্য প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মন্ত্রী আজ বুধবার (১৩ জুলাই) সকালে বনানীস্থ সেতুভবনের সম্মেলন কক্ষে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশ দেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৮৭ ভাগ শেষ হয়েছে বলে জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় সেতুবিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বিএনপি সব সময় বিদেশিদের কাছে ছুটে যায়: তথ্যমন্ত্রী

/এম ই

Exit mobile version